দমদমে মেট্রোর সামনে ফের মরণ ঝাঁপ, ব্যস্ত সময়ে চরম হয়রানি নিত্য যাত্রীদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আবারও মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনা ৷ দমদম স্টেশনে ডাউন লাইনে এই ঘটনাটি ঘটে ৷ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ শহিদ ক্ষুদিরামগামী মেট্রো দমদম স্টেশনে ঢোকার মুখে একজন আচমকা ঝাঁপ দেন ৷ যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয় পরিষেবা ৷ ব্যস্ত সময়ে নাজেহাল হতে হয় অফিস যাত্রীদের ৷ পরিষেবা স্বাভাবিক হয় দুপুর ১২ টা ২৭ মিনিটে ৷ উল্লেখ্য, গত ছ’দিনে এই নিয়ে মোট তিনটি এমন ঘটনা ঘটল ৷ প্রতিটি ক্ষেত্রে মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে ৷ এ দিনে বেলা সাড়ে ১১টা নাগাদ দমদম স্টেশনে ডাউন লাইনে ঝাঁপ দেন এক যাত্রী ৷ তার জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকে ৷ সেই সময় শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্কের মধ্যে ট্রেন চালানো হয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *