দিঘায় ব্যাপক জলোচ্ছ্বাস, মেরিন ড্রাইভে আছড়ে পড়ল ১০-১৫ ফিট উচ্চতার ঢেউ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সৈকত শহর দিঘার রাস্তায় আছড়ে পড়লো বিশাল বিশাল ঢেউ। তবে শুধু দিঘা নয়,ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দেয় পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি,শঙ্করপুর ,তাজপুরেও । বুধবার প্রবল জলোচ্ছ্বাস হয় পূর্ণিমার কোটালের টানে। এমনকি মেরিন ড্রাইভে জল ঢুকে পড়ে দিঘাতে গার্ড ওয়াল টপকে। জানা গেছে গার্ড ওয়াল টপকে ঢুকেছে ১০ থেকে ১৫ ফিট উচ্চতার ঢেউ। রাস্তার উপর জল জমে যায়। জল ঢুকেছে জ্যামড়া শ্যামপুর, তাজপুর শংকরপুরের বেশ কিছু গ্রাম্য এলাকায়।

প্রশাসন কড়া নজরদারি রেখেছে বড় বড় জলোচ্ছ্বাসের প্রাকৃতিক আনন্দ নিতে গিয়ে যাতে পর্যটকেরা কোন বিপদে না পড়ে তার জন্যে। উত্তাল সমুদ্রের ব্যাপক জলোচ্ছ্বাসে ধেয়ে আসা ঢেউয়ের স্রোতে ভাসছে সৈকত সরণি।তাতেই পর্যটকেরা স্নানে মেতেছেন। নুলিয়া ও পুলিশের কড়া নজরদারি রয়েছে। এদিকে স্থানীয় গ্রামবাসীরা বর্ষার শুরুতে কোটালের টানে দিঘার সমুদ্রে প্রবল জলচ্ছ্বাসের প্রমাদ গুনছে।তাদের আশঙ্কা ভরা বর্ষায় যখন জলচ্ছ্বাস হবে তখন আরও ঘোরালো হবে পরিস্থিতি। মৎস্য মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন নজর রাখা হচ্ছে পরিস্থিতির দিকেও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *