দেশে প্রথম রেলস্টেশন বঙ্গতনয়ার নামে, কে সেই বেলা বসু ? একবার জেনে নিন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভারতীয় রেলে স্টেশনের নাম রাখার চল রয়েছে দেশের সফল সন্তানদের নামে৷ কিন্তু সবক্ষেত্রেই এসেছে পুরুষের নাম৷ তবে একজন বঙ্গতনয়ার নামে দেশের প্রথম মেয়েদের নামে হওয়া স্টেশনের নাম রাখা হয়েছিল৷ তিনি হলেন বেলা বসু৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি ৷ স্টেশনটির নাম বেলানগর স্টেশন৷

2441139, বেলা বোস তুমি পারছো কি শুনতে ?’ , অঞ্জন দত্তের গানের সেই বেলা বোস না৷তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সেজদা সুরেশচন্দ্র বসুর ছোট মেয়ে নাম বেলা বসু ৷ ১৯৪১ সালে গৃহবন্দি নেতাজির মহানিষ্ক্রমণে বিশেষ ভূমিকা পালন করা ইলা বসুর ছোট বোনই ছিলেন বেলা৷তাঁর জন্ম হয় কোদালিয়ায় পূর্বপূরুষের ভিটেতেই৷

১৯৪০ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন রামগড় কনক্লেভে৷ তিনি কট্টর আন্দোলনের ডাক দেন এ দেশ থেকে ব্রিটিশদের তাড়াতে৷ আজাদ হিন্দ ফৌজের চিফ অফ ইন্টেলিজেন্স হরিদাস মিত্রের সঙ্গে বেলা বসুর বিয়ে হয় ১৯৩৬ সালে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশদ্রোহের মামলায় গ্রেফতার করা হয় হরিদাস ও তাঁর তিন সহযোগী স্বাধীনতা সংগ্রামী জ্যোতীশচন্দ্র বসু, পবিত্র রায় ও অমর সিং-কে৷ তাঁদের ফাঁসির হুকুম দেওয়া হয় ১৯৪৫ সালের ১১সেপ্টেম্বর৷ তবে তাঁদের মৃত্যুদণ্ড এড়ানো সম্ভব হয়েছিল মহাত্মা গান্ধির মধ্যস্থতায়৷

বেলা বসু : ছবি সৌজন্য : ফেসবুক

বেলা বসুর কাঁধে ছিল পূর্ব এশিয়া থেকে সময়ে সময়ে ভারতে অনুপ্রবেশের জন্য নেতাজির পাঠানো আজাদ হিন্দ ফৌজের সদস্যের সঙ্গে বিচক্ষণতার সঙ্গে যোগাযোগ রাখা ও তাঁদের দেখাশোনার গুরুদায়িত্বও৷ একটি গোপন ট্রান্সমিশন সার্ভিস গঠন করা হয় ১৯৪৪ সালে, তার মাধ্যমে কলকাতার কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হত সিঙ্গাপুরে৷ এই পরিষেবা চলে জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত৷ বেলা বসুই কলকাতায় এই ব্যবস্থাপনায় নেতৃত্ব দিতেন৷ এই সময়কালে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন স্বাধীনতা সংগ্রামীদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়াতেও৷ স্বামী হরিদাস মিত্র গ্রেফতার হওয়ার পরই নেতাজির ভাইঝি এই যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন৷

বেলা বসু জনগণের স্বার্থে কাজ করে গিয়েছেন বরারবর প্রচারের আড়ালে থেকে৷অনেকেই মনে রাখেননি তাঁর অবদান ৷ যোগ্য জায়গা পাননি এমনকি ইতিহাসের পাতায়৷ তবে দেশের এই মহীয়সী সন্তানকে কুর্নিশ জানিয়ে ভারতীয় রেলওয়ে তৈরি করেছে তাঁর নামে একটি রেলস্টেশন৷ অভয়নগরে তাঁর একসময়ের শরণার্থী শিবিরের কাছেই বর্ধমান কর্ড লাইনে রয়েছে বেলানগর স্টেশন৷ এই প্রথমবার ভারতীয় রেল দেশের কোনও কন্যাসন্তানের নামে স্টেশনের নাম রাখে ৷ উল্লেখ্য এই বেলা বসুরই ছেলে বর্তমানে রাজ্যের যোগ্য অর্থমন্ত্রী ড:অমিত মিত্র ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *