দুর্গোৎসবে ‘নিষেধাজ্ঞা’,উত্তরপ্রদেশে, বাংলাপক্ষ চিঠি পাঠালো যোগী আদিত্যনাথকে
বেস্ট কলকাতা নিউজ : প্যান্ডেল খাটিয়ে এবার সার্বজনীন দূর্গা পূজো করা যাবে না , এমনটাই জানিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করে করতে হবে পুজো করতে হলে। তবে যোগী ছাড়পত্র দিয়েছেন রামলীলার আয়োজনের ক্ষেত্রে। আর এতেই বেজায় চটেছে বাংলাপক্ষ। সেখানে দুর্গোৎসব করতে দেওয়ার দাবী জানিয়ে তারা এমনকি চিঠিও দিল আদিত্যনাথকে।
বাংলাপক্ষ আরও মনে করছে, দুর্গা পুজো এমনভাবে না করতে দেওয়ার সিদ্ধান্ত যুক্তি-যুক্ত নয় উত্তরপ্রদেশ সরকারের। তাঁদের এও দাবী, দুর্গাপুজোর আয়োজন করতেই হবে বাঙালির আচার-অনুষ্ঠান রক্ষা করতে হলে। শুধুই মাত্র ধার্মিক অনুষ্ঠানই নয়, ঐতিহ্য, ভালোবাসা ও অনুভূতিতে মোড়া বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব থেকে কখনোই বঞ্চিত করা উচিত নয় উত্তর প্রদেশের বাঙালিদেরকে, এমনটাই জানিয়ে রাম রাজ্যে চিঠি পাঠালেন বাংলাপক্ষ। এ বিষয় তাঁরা একটি বয়ান জমা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকেও। এমনকি তাঁরা আবেদন করেন কোভিড থেকে রক্ষা পাওয়ার জন্য দূরত্ব বজায় রেখে সমস্ত স্বাস্থ্যবিধির নিয়ম মেনে দুর্গাপুজো করার ব্যাপারেও।