দেশজুড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ! কেন্দ্রীয় মন্ত্রীর গলায় শোনা গেলো আইন কার্যকরের ইঙ্গিত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশে ক্রমশ জনসংখ্যা বাড়ছে দিনের পর দিন। আর এবার কেন্দ্রীয় সরকার হ্রাস টানতে চলেছে এই জনসংখ্যা বৃদ্ধিতে। কেন্দ্রীয় মন্ত্রী এমনটাই ইঙ্গিত দিলেন। বুধবার রায়পুরে ন্যাশানাল ইনস্টিউট অফ বায়োটেক স্ট্রেস ম্যানেজমেন্টে ‘গরিব কল্যাণ সম্মেলনে’ বক্তৃতায় কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেছেন, ‘চিন্তা করবেন না, শীঘ্রই আনা হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন। যখন এতসব শক্তিশালী এবং বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন গৃহীত হবে বাকিগুলিও ।’ ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল সরকারকেও প্রহ্লাদ সিং প্যাটেল বৃহস্পতিবার তুলোধনা করেছেন । কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাজ্য সরকার অধিকাংশ কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রেই লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে।

রীতিমত তিনি উদাহরণ দিয়ে নিজের দাবির পক্ষে যুক্তি খাড়া করেছেন। মন্ত্রী এও বলেন, ‘জল জীবন মিশনে মাত্র ২৩ শতাংশ কাজ করতে পেরেছে ছত্তিশগড় সরকার। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৫০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে জাতীয় পর্যায়ে।’ ওই রাজ্যে অভাব নেই জলের উৎসের। কিন্তু লক্ষ্যপূরণ সম্ভব হচ্ছে না প্রকল্পের সঠিক দেখভাল হচ্ছে না বলেই, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। একই ছবি প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও । এর আগে জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন পাস ও তা কার্যকর করতে মোদী সরকারের কাছে দাবি জানিয়েছিল নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরেও। তারপরই বিশেষ তাৎপর্যবাহী এ দিন জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *