দেশে ক্রমশ বাড়ছে মদের বিক্রি, আপনিও মাথায় হাত দেবেন শতাংশের হিসাব দেখলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উৎসব মানেই সকলের হারে মদের গ্লাস চাই। আবার অনেক সময় দেখা যায় প্রতিদিনই অনেকে মদ্যপান না করে থাকতে পারেন না। তবে এখানেই উঠে এসেছে অবাক করা তথ্য। সমীক্ষা থেকে দেখা গিয়েছে প্রতি মাসে দেশে ১০ শতাংশ করে মদ্যপানের হার বাড়ছে। সেখানে নারী থেকে শুরু করে পুরুষ সকলেই আছেন।ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে থেকে জানা গিয়েছে প্রতি সময় দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে মদের বিক্রি। সারাবছর ধরে যে হারে মানুষ মদপান করছে তাতে আগামীদিনে মদ বিক্রিতে দেশের বেশ কয়েকটি রাজ্য নতুন রেকর্ড তৈরি করতে পারে। এখান থেকে যে কর আসে তা দিয়ে বহু উন্নতির কাজ করে থাকে সরকার।

সমীক্ষা থেকে দেখা গিয়েছে বিগত ১০ বছরে মদপানের হার ১৫০ শতাংশ হারে বেড়েছে। মদের দোকানে কোনও বয়সের সীমা না থাকার জন্য সেখান থেকে মদ বিক্রি হচ্ছে দেদার। তবে দেশের কয়েকটি রাজ্য থেকে এবার মদকে ব্যান করার দাবি জানানো হয়েছে। দেশের সীমান্ত এলাকার রাজ্যগুলিতে যে হারে মদ বিক্রি বাড়ছে তা নিয়ে আপত্তি করেছেন সেখানকার বাসিন্দারা। সম্প্রতি কাশ্মীরে মদ বিক্রি হার উল্লেখযোগ্যভাবে বাড়ছে। সেখানকার ১০ শতাংশের বেশি পুরুষ এবং মহিলারা মদ্যপানে আসক্ত হয়ে পড়ছেন। তাই সেখানকার বেশ কয়েকটি সংগঠন এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। দ্রুত একে ব্যান করার দাবিও তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *