দেশে ৬.৪ শতাংশ GDP বৃদ্ধি হল ২০২৪ অর্থবর্ষে, রিজার্ভ ব্যাঙ্ক এমনই ঘোষণা করলেন রেপোরেট বাড়িয়ে
কয়েকদিন আগেই বাজেট পেশ করেছে মোদী সরকার। তাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। বুধবার ২০২৪ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধি ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। তাতে ২০২৪ অর্থবর্ষে দেশের জিডিপি বদ্ধির পূর্বাভাস ৬.৪ শতাংশ বলে জানানো হয়েছে। ফের রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। এই বছরে প্রথমবার রেপোেরট বাড়ানোর কথা ঘোষণা করল আরবিআই। মুদ্রাস্ফীতিতে রাশ টানতেই রেপোরেট বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে। এক ধাক্কায় ২৫ বেসিস পয়েন্ট রোপোরেট বাড়িয়েছে আরবিআই। বাজেট অধিবেশনের পর এই প্রথম রেপোরেট বাড়ানো হল। গতবছর অর্থাৎ ২০২২ সালে মুদ্রাস্ফীতিতে রাশ টানতে চারবার রেপোরেট বাড়ায় রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তাতেও খুব একটা সুরাহা হয়নি।