দোলের দিনে কর্মচারীদের ছুটি দিয়ে দৃষ্টান্ত স্থাপন নেতাজী কেবীনের মালিক প্রনব বাগচির
শিলিগুড়ি : দোলের দিনে কর্মচারীদের ছুটি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন নেতাজী কেবীনের মালিক প্রনব বাগচি। সাধারনত ছুটি দেন সব উৎসবেই কিন্তুু দোলের ব্যাপারটা একেবারেই আলাদা।কারন এটা একেবারেই অন্য ধরনের উৎসব। রঙের উৎসব। আমাদের দোকানে ওরা আছে বছরের পর বছর থেকে। আমি যেমন ওদের শাসন করি আবার ওদের ভালোবাসি। আমি জানি এই শিলিগুড়ি শহরে ওদের আমি ছাড়া আর কেউই নেই। তাই ওদের সমস্যা হলেও আমি সমাধানেও আমি। ওদের পাশে থাকি এই কারনেই যেটায় ওরা আমার কাছ থেকে বেচে থাকার রসদ খুজে পায়। আমার এই চায়ের দোকানে ভোর ছটা থেকে ভীড় থাকে চলে রাত নটা পযর্ন্ত। একেকজনের প্রচণ্ডভাবে পরিশ্রম যায় সারা দিনে। তাই আমার লক্ষ্য থাকে কোনভাবেই যাতে ওদের এনার্জি চলে না যায়। তবেই আমার দোকান এবং আমরা ঠিক থাকবে।
অন্য দোকানে যেখানে কর্মচারী টেকেই না সেখানে প্রনববাবুর দোকানে কর্মচারীরা কুড়ি বছর কাটিয়ে দিচ্ছেন। এর একটাই উদ্দেশ্য আমি ওদের মানুষ বলে মনে করি। ওদের ইচ্ছে এবং ওদের খুশীর মুল্য আমি দিই সবসময়, সেই কারনেই হয়ত ওরা আমাদের কাছ ছেড়ে কোথাও যায় না। না হলে এত বড় শহরে কত কর্মচারী আসছে এবং যাচ্ছে কিন্তুু আমার কাছ থেকে কেউ চলে যায় না। আসলে ওরা আমার কর্মচারী ঠিকই তবে আমি ওদের মানুষ ভাবি আর এটাই আমার সাফল্য জানালেন নেতাজী কেবীনের কর্নধার প্রনবে ন্দু বাগচী।