“ধর্ম যার যার উৎসব সবার” এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা পালিত হল সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : “ধর্ম যার যার উৎসব সবার ” আজ তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা সারা রাজ্যের সাথে সাথে শিলিগুড়িতেও পালন করা হল। আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বিকেল সাড়ে তিনটের সময় শুরু হয় তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, জেলা সভাপতি পাপিয়া ঘোষ ছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং তৃণমূল কংগ্রেসের পুরুষ এবং মহিলা কর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন বলতে পারা যায় বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন ধর্মের সেবকেরা। যারা এই মিছিলের প্রথমদিকে হাটেন। এদিন মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শিলিগুড়ির 14নং ওয়ার্ডের রামকৃষ্ণ মাঠের সামনের কালীবাড়ী প্রাঙ্গনে শেষ হয়। মেয়র গৌতম দেব সকল ধর্মের সেবকদের প্রনাম এবং অভিনন্দন জানান। তারাও বক্তব্য রাখেন তাদের নিজের বিষয়গুলি নিয়ে। এদিন বক্তব্য রাখেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ছাড়াও জেলা সভাপতি পাপিয়া ঘোষ। প্রত্যেকেই রামকে প্রনাম জানিয়েও বিজেপীর এইভাবে ধর্মাচরনের নিন্দা করেন। প্রত্যেকেই জানান এইভাবে কোন কিছু প্রচার করতে পারা যায় না, ইশ্বর একেবারেই তা মেনে নেন না। আমাদের সবাইকে সব ধর্ম এক করে একে অপরকে সাথে নিয়ে বাচতে হবে। তবেই আমাদের জয়লাভ হবে। এদিন প্রচণ্ড ঠান্ডায় ভালো পরিমানে মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থনে উপস্থিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *