নির্বাচন কমিশন সাগরদিঘির ওসি-কে অপসারণ করলো উপ-নির্বাচনের ঠিক মুখে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উপনির্বাচনের মাত্র কয়েকদিন আগে মুর্শিদাবাদের সাগরদিঘির ওসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ জেলার বাইরের কোনও পুলিশ অফিসারকে সাগরদিঘি থানার ওসি পদে নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। সাগরগদিঘির ওসি অভিজিৎ সরকারের নামে এর আগে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী রীতিমতো চিঠি লিখে সাগরদিঘি থানার ওসির নামে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিলেন। এরই পাশাপাশি বিজেপির তরফেও ওসি-র বিরুদ্ধে শাসকদলের অঙ্গুলীহেলনে চলার অভিযোগ এনেছিল।

আগামী সোমবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপ-নির্বাচন। সাগরদিঘির বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর আসনটি খালি হয়। উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। রাজ্যের শাসকদলের হয়ে এবার সাগরদিঘি কেন্দ্র থেকে লড়ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন দিয়েছে বামেরা। বিজেপি দিলীপ সাহাকে প্রার্থী করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *