ব্ল্যাক ফাঙ্গাসের থাবা বাংলাতেও, সংক্রামিত ৫, কলকাতায় মৃত ১ , বিশেষ বৈঠক স্বাস্থ্য দফতর-এর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্র মহামারীর তকমা দিতে বলেছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে। এদিন প্রতিটি রাজ্যকে কালো ছত্রাকের রোগকে মহামারী ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে। ইতিমধ্যে বাংলাতেও এই নতুন রোগ ছড়িয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রাজ্যে এ পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ পাওয়া গেছে মোট ৫ জনের শরীরে । এক জনের মৃত্যুও হয়েছে খোদ কলকাতায়। বৃহস্পতিবারের সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে।

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সরকারি গাইডলাইন প্রস্তুতির কাজও শুরু হয়েছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে। রাজ্যগুলিকে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। তাতে বলা হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে চিহ্নিত করতে হবে এপিডেমিক ডিজিজ অ্যাক্ট অনুযায়ী। এই রোগের কোনও লক্ষণ দেখা গেলেই তা কেন্দ্রকে জানাতে হবে। মিউকরমাইকোসিস নিয়ন্ত্রণে সরকার যে নির্দেশিকা জারি করেছে সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানকে তা মেনে চলতে হবে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় বসু বলেছেন, গতকাল স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা একটি বৈঠক করেছেন ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে। রাজ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এই সংক্রমণ রোধের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *