নেই মিড ডে মিলের কোনো খাবার ঘর, মাটিতে বসেই খেতে হচ্ছে সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদেরকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : নেই মিড ডে মিলের খাবার ঘর তাই মাটিতে বসেই খেতে হচ্ছে সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের। মিড ডে মিলের খাবার ঘর না থাকায় আপাতত মাঠেই খেতে দেওয়া হচ্ছে তাদের, এই বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন বহুদিন ধরেই আবেদন করা সত্ত্বেও, এখনো পর্যন্ত তারা মিড ডে মিলের ঘর পায়নি। ক্লাসে বসে খেতে দেওয়া সম্ভব নয় তাদের, কারণ প্রতিদিন ক্লাস পরিস্কার করাও যায় না। আর বারান্দাতেও সেই ভাবে পর্যাপ্ত ব্যবস্থা নেই। কিন্তু যদি বৃষ্টি পড়ে? কি হবে? প্রধান শিক্ষিকা জানিয়েছেন বৃষ্টি পড়লে রান্না যেখানে করা হয় সেখানে ছাউনি দিয়ে খাওয়ানো হয় ছাত্র-ছাত্রীদের। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? এই বিষয়ে প্রধান শিক্ষিকা জানিয়েছেন আবেদন করা হলেও ঘর করা টাকা না আসায় এই সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

তবে স্কুল পরিচালন কর্তৃপক্ষের কাছ থেকে যা খবর পাওয়া গেল খুব তাড়াতাড়ি মিড ডে মিলের খাবার ঘর তৈরি হয়ে যাবে। আর অসুবিধা হবে না, এখন একবারে খেতে দেওয়া যায় না সবাইকে। দুই থেকে তিনবার লাগে সম্পূর্ণ স্কুলের ছাত্র-ছাত্রীদের খেতে দিতে, তবে তখন আর কোনো অসুবিধাই হবে না। জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। এইভাবে ছাত্র-ছাত্রীদের খেতে দাওয়ায় স্কুলের উপর ক্ষুদ্ধ , ছাত্র-ছাত্রী অভিভাবকেরা এবং আশে পাশের মানুষ, প্রত্যেকেই জানিয়েছেন যেখানে দুপুরের খাওয়া একটা আলাদা ব্যাপার, সেখানে দিনের পর দিন এইভাবে ছাত্র-ছাত্রীদের মাঠে বসিয়ে খাওয়ানো চলছে, কিছুতেই মেনে নেওয়া যায় না এটা। তারা শুনেছেন পরিবর্তন হবে, দেখা যাক জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *