নেপালের অশান্তি পার করে অবশেষে বাড়িতে ফিরলেন জলপাইগুড়ির গবেষক ময়ূখ ভট্টাচাৰ্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : অবশেষে স্বস্তির নিঃশ্বাস নিল ভট্টাচার্য পরিবার। জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গিয়ে নেপালের অশান্ত পরিস্থিতিতে কার্যত আটকে পড়েছিলেন জলপাইগুড়ির গবেষক ময়ূখ ভট্টাচার্য। জানা গেছে গত ৮ তারিখ থেকে শুরু হওয়া অগ্নিগর্ভ পরিস্থিতিতে সেনা-নজরদারির মধ্যে হোটেলবন্দী হয়ে এক চরম উৎকণ্ঠায় দিন কাটছিল তাঁর। চারদিক থেকে একের পর এক গুলির শব্দ, সঙ্গে খাদ্য সংকট—সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল।

শেষ পর্যন্ত স্বদেশে ফেরার টিকিটের আকাশছোঁয়া দামে বিমানের পরিবর্তে স্থলপথ বেছে নিতে বাধ্য হন তিনি। বহু চড়াই-উতরাই পার করে বিহার সীমান্ত দিয়ে প্রবেশ করেন পশ্চিমবঙ্গে। অবশেষে জলপাইগুড়ির গোমস্তাপাড়ার বাড়িতে পৌঁছে যান ময়ূখ। তার পরিবারের সদস্যরা জানান, তাঁকে সুস্থ ও নিরাপদে ফিরে পেয়ে তাঁরাও পরম স্বস্তি পেয়েছেন। তবে কয়েকদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতা মুছে ফেলতে সময় লাগবে বলেই মনে করছেন ময়ূখ।সে আরো জানিয়েছে সে আর ফিরে যেতে চায় না। কারন আবার এই ধরণের পরিস্থিতি নেপালে ফিরে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *