আজ থেকে বেলুড় মঠের দরজা খুলল সম্পূর্ণ কোভিড বিধি মেনেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দর্শণার্থীদের জন্য ফের বেলুড়মঠ খুলল আজ বুধবার ১৮ আগস্ট থেকে। ৭১ ঘণ্টা পূর্বেব আরটি পিসিআর টেস্টের রিপোর্ট নিয়ে মঠে প্রবেশ করতে পারবেন কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া হয়ে গেছে এমন পুণ্যার্থীরা। তবে কিন্তু কোভিড বিধি বলবত্‍ থাকছেই ভক্তদের জন্য মঠের দরজা খুললেও। অগুন্তি ভক্তবৃন্দের জন্য বেলুড়মঠের দরজা খুলেছিল গত ২৪ জুলাই গুরু পূর্ণিমা উপলক্ষে। তবে মঠে প্রবেশ করতে পারলেও ভক্তদের ইউটিউবে শুনতে হয়েছে বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ, সারদা মা, রামকৃষ্ণ ও বিবেকানন্দের বাণীও পাঠ সবকিছুই। মঠে বসে শোনার সুযোগ পাননি করোনার তাড়ণায়। সকাল বিকেল মিলিয়ে সেদিন ৫ ঘণ্টা মঠের দরজা খোলা থাকলেও হয়নি গুরু দর্শন।অর্থাৎ ভক্তরা কোন অনুমতি পাননি বেলুড়মঠের প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শনের জন্য।

উল্লেখ্য, তবে দর্শণার্থীরা খুব খুশি হয়েছিলেন গুরু পূর্ণিমায় মঠের দরজা খোলায়। এদিকে আজ ফের বেলুর মঠের দরজা খুলে গেল সরকারিভাবে। মঠের দরজা খোলা থাকবে সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে পৌনে ৬টা পর্যন্ত। জানানো হয়েছে প্রবেশের সময় কোভিড শংসাপত্র ছাড়াও সচিত্র পরিচয়পত্রও বাধ্যতামূলক বলেও। গতবছর ২৫ মার্চ মূলত বেলুড়মঠের দরজা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায় করোনা সতর্কতায় দেশজুড়ে লকডাউন জারি হতেই। এরপর ভক্ত সাধারণের জন্য গত বছরের ১৫ জুন বেলুড়মঠের দরজা খুলে দেওয়া হয় আনলক প্রক্রিয়া শুরু হলে। পরে পরেই করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে একসঙ্গে ৮০ জন মঠ সন্ন্যাসীর। তারপরেই তড়িঘড়ি মঠের দরজা বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *