‘নো এন্ট্রি’, পুজো প্যান্ডেলে, পুজো কমিটিগুলি দ্বারস্থ হতে চলেছে হাইকোর্টের কাছে
বেস্ট কলকাতা নিউজ : অনুমতি দিচ্ছে না আপাতত হাইকোর্ট কোনো রকমের অনুমতি দিচ্ছেন না এ বছর পুজো প্যান্ডেলে যাওয়ার ক্ষেত্রে । এবার সেই রায় পুনর্বিবেচনার আর্জি নিয়েই ফোরাম ফর দুর্গোৎসব দ্বারস্থ হতে চলেছে কলকাতা হাইকোর্টের কাছে । আরো জানা গেছে আজ মঙ্গলবারই আদালতের দ্বারস্ট হতে চলেছে তারা। এমনকি আবেদন জানানো হবে জরুরি ভিত্তিতে শুনানির জন্যও। প্রসঙ্গত , করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় কারণেই সোমবার কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দেয়। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আরও জানায়, দর্শকশূন্য থাকবে এমনকি রাজ্যের সব পুজো মণ্ডপই।এছাড়াও নো এন্ট্রি জোন হিসেবে গণ্য করা হবে প্রতিটি পুজো মণ্ডপকেই। নো-এন্ট্রি বোর্ড লাগাতে হবে পুজোর এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েও।
ফোরাম ফর দুর্গোৎসব আজ ফের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে আবেদন জানাবে এই নির্দেশের প্রেক্ষিতে রায় পুনর্বিবেচনার আর্জি নিয়েই। সোমবারই হাইকোর্ট জানিয়েছিল , কোনও পুজো মণ্ডপেই দর্শনার্থী নয়, সবকটিই গণ্য করা হবে নো-এন্ট্রি জোন হিসেবেই। এমনি এক ঐতিহাসিক নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর রাজ্য সরকারও অখুশি কোর্টের এই সিদ্ধান্তে । এমনটাই সূত্রে খবর। এদিন আদালতে দীর্ঘ সওয়াল জবাব হয় এমনকি দুর্গাপুজো নিয়েও। তাতেই আদালত এই ঐতিহাসিক নির্দেশ দেয়।