পতিতালয়ে পাচার হওয়া কিশোরী ৭০ শতাংশ নম্বর পেল এ বছরের মাধ্যমিকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বছর ১৪-র কিশোরী মাধ্যমিকে ৭০ শতাংশ নম্বর নিয়ে সফল হল নারী পাচারকারীদের কবল থেকে জীবনের মূল স্রোতে ফিরে গিয়ে। গত বছর মে মাসে সে আচমকাই একদিন নিখোঁজ হয়ে যায়। নারী পাচারকারীরা তাকে পতিতালয়ে বিক্রি করে দেয় শারীরিক অত্যাচারের পর।এমনকি বাধ্য করায় যৌনকর্মী হিসেবে কাজ করতেও। একবার নয়, চারবার পাচারকারীরা তাকে বিক্রি করেছে পৃথক পতিতালয়ে। পুলিশ নির্যাতিতা কিশোরীকে এমনকি উদ্ধার করতে সচেষ্ট হয় রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ ও ত্রিপুরার পতিতালয়ে বিক্রি হওয়ার পর। গত জুলাই মাসে ওই কিশোরী ফের নবম শ্রেণিতে ভর্তিও হয়ে যায়। তবে নির্যাতিতা কিশোরী জীবনের মূল স্রোতে ফিরতে চাইলেও মোটেও সহজ হয়নি তার চলার পথটা।

স্কুলে গেলেও এমনকি তাকে সবাই দেখত করুণার চোখে। এছাড়াও আখ্যাও জুটেছিল “বাজে মেয়ে”-রও । ওই কিশোরী হাফ ইয়ারলি পরীক্ষা দেয়নি মানসিক যন্ত্রণা থেকে রেহাই পেতে। এরপর নির্যাতিতা হেনস্তার হাত থেকে রেহাই পায় মধ্যমগ্রাম থানার পুলিশ ও স্থানীয় অলাভজনক সংস্থা শক্তি বাহিনী মধ্যস্থতায়। চলতি বছরে মাধ্যমিকের ফল প্রকাশ হলে দেখা যায়, ওই কিশোরী উত্তীর্ণ হয়েছে ৭০ শতাংশ নম্বর পেয়েই। বিজ্ঞান শাখায় পড়ার ইচ্ছে থাকলেও তার কাছে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সামর্থ্য। তাই কলাবিভাগেই পড়াশোনা করে সে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়। দাঁড়াতে চায় বাবা-মায়ের শক্তি হিসেবে। ওই কিশোরীর মূল লক্ষ্য শিক্ষিকতাকে পেশা হিসেবে নিয়ে সমাজের কলুষতা দূর করাটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *