পশ্চিমবঙ্গই সর্বপ্রথম দেশের মধ্যে, অগ্নি নির্বাপনের কাজে ব্যবহার করা হবে দমকলের নতুন রোবো-কার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নতুন রোবো কার আনল রাজ্য দমকল দপ্তর। ৪টি রোবো কার কলকাতায় আনা হয়েছে ৪ কোটি টাকা খরচ করে৷ এগুলো মূলত রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত গাড়ি৷ বৃহস্পতিবার রোবো কারের মহড়া হল কলকাতার ব্রিগেড ময়দানে৷ এই রোবো কার আগুন নেভাতে পারবে সংকীর্ণ গলি বা আগুনের মধ্যে গিয়েও৷ যেখানে যেতে পারবে না দমকলের বড় গাড়ি বা কর্মী৷ এই রোবো কার চালানো হবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে৷এমনকি গাড়িতে ক্যামেরাও রয়েছে ৷

দমকলমন্ত্রী সুজিত বসু এও জানান, যেখানে খুব আগুনের শিখা রয়েছে অর্থাৎ মানুষ প্রবেশ করতে পারবে না, বা সংকীর্ণ গলি,সেখানে এই গাড়ি প্রবেশ করতে পারবে খুব সহজেই৷ দেশের মধ্যে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গেই সর্বপ্রথম৷ মনে হয় না এই গাড়ির ব্যবহার হচ্ছে ভারতবর্ষের আর কোনও রাজ্যে৷ তাছাড়া এই গাড়িগুলো তৈরি করেছে দেশীয় কোম্পানীই ৷ তার ফলে সমস্যা হবে না এই গাড়ির যন্ত্রাংশ পেতেও৷

আগেই দমকলমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যে ফায়ার রোবট আসছে চলেছে খুব তাড়াতাড়ি। যার ফলে কোথাও আগুন লাগলে দ্রুত সেই আগুন নিয়ন্ত্রন করা যাবে ফায়ার রোবটের মাধ্যমে৷ তাছাড়া আমাদের অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি রয়েছে, রয়েছে ল্যাডারও৷ রাসায়নিক গোডাউন বা বহুতলের আগুন নেভাতে এবার রোবো কার ব্যবহার করা হবে৷ দমকল বাহিনীকে বিপাকে পড়তে হয় দুর্গম স্থানে আগুন নেভাতে গিয়ে৷ রোবো কার এর মাধ্যমে আগুন মোকাবিলার ফলে এবার সুরক্ষিত থাকবেন দমকল কর্মীরাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *