পুজোর গাইডলাইন দিয়ে কী হবে? কেউ কি তা মানে ?মন্তব্য কলকাতা হাইকোর্টের
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্ট বিধিনিষেধ আরোপ করুক করোনা পরিস্থিতিতে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পূজায় গত বছরের মতোই ভিড় নিয়ন্ত্রণে৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এই আর্জি জানিয়ে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীর আর্জি শোনার পর বলেন, “কী হবে গাইডলাইন দিয়ে ? কেউ কি সেই গাইডলাইনমেনে চলে?”
এদিকে মামলাকারী অজয়কুমার দেবের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ” আদালত গত বছর একটি গাইডলাইন তৈরি করে দিয়েছিল। পুলিশ প্রশাসন সেই অনুযায়ী বিপুল জনসমাগম আটকাতে সচেষ্ট ছিল পুজোর দিনগুলিতে। আদালতের নির্দেশে প্রশাসন ভীড় নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল গত বছর।”তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, রাজ্যের তরফে এই মামলায় কেউ হাজির আছেন কি না। কিন্তু আজ মামলার শুনানিতে কেউ হাজির ছিলেন না রাজ্যের তরফে। এদিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাকারীর আইনজীবীকে রাজ্যকে মামলার ব্যাপারে ওয়াকিবহাল করানোর নির্দেশ দিয়েছেন। আগামীকাল এই মামলার ফের শুনানি হবে।