পুনরায় চালু হল ভায়া ঢাকা হয়ে কলকাতা আগরতলা বাস পরিষেবা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয় আগরতলা কলকাতা (ভায়া ঢাকা) বাস পরিষেবা। ১০ জুন, শুক্রবার এই বাস পরিষেবা চালু করা হয় আগরতলা আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট প্রাঙ্গণে একটি আনুষ্ঠানের মধ্য দিয়ে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহণ এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ, সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী, ত্রিপুরা সরকারের সড়ক পরিবহন নিগমের (টি আর টি সি) সচিব এল এস ডার্লং, টিআরটিসি’র ম্যানেজিং ডাইরেক্টর রাজেশ দাস, আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের ম্যানেজার দেবাশিস নন্দি সহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আধিকারিকরা।

ত্রিপুরা সরকারের পরিবহন এবং পর্যটন দফতরের মন্ত্রী প্রনজিত সিংহ রায় এও বলেন, আগেও এই বাস সার্ভিস চালু ছিল মাঝে প্রায় দুই বছর বন্ধ ছিল করোনা মহামারীর কারণে। তবে ত্রিপুরা এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে এই বাস পরিষেবাকে ঘিরে। এই বাস পরিষেবার ফলে খুব দ্রুত আগরতলা থেকে ঢাকা এবং কলকাতাতে যাওয়া সম্ভব হবে। সেই সঙ্গে তিনি আশা রাখেন, সড়ক যোগাযোগের পাশাপাশি খুব দ্রুত ত্রিপুরা এবং বাংলাদেশ সরাসরি যুক্ত হবে বিমান পরিষেবা রেল পরিষেবা এবং নৌ-পরিবহন পরিষেবায়। তবে এই বাস শুক্রবার ছাড়া চলবে প্রতিদিনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *