পূর্ণবয়স্ক গর্ভবতী হাতির দেহ উদ্ধার হল কার্শিয়াংয়ের বামনপোখরি রেঞ্জের সুখিয়াখোলায়
কার্শিয়াং : কার্শিয়াংয়ের বামনপোখরি রেঞ্জের সুখিয়াখোলায় উদ্ধার হল পূর্ণবয়স্ক গর্ভবতী হাতির মৃত দেহ। এদিন বনদপ্তরের কর্তারা কি কারণে ওই হাতিটি মারা গেল সেটা জানতে চেষ্টা চালায়। ওই তবে জানা গেছে গর্ভবতী হাতিটি ঠিকমতো খাবার পায়নি, এবং পর্যাপ্ত পরিমাণে খাবার না পেয়ে তার মৃত্যু হয়েছে, এদিন এই বিষয়ে অনেকটাই নিশ্চিত হয় বনদপ্তরের কর্তারা।
