পূর্ণবয়স্ক বিপন্ন প্রজাতির বাঘ প্রাণ হারালেন করোনায় , চরম উদ্বিগ্ন চিড়িয়াখানা কর্তৃপক্ষ
বেস্ট কলকাতা নিউজ : এক পূর্ণ বয়স্ক বাঘ প্রাণ হারালেন মারন ভাইরাস করোনায় সংক্রমিত হয়ে। ওই বাঘের বয়স হয়েছিল ১৪ বছর। এই খবর নিশ্চিত করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়োর কলম্বাস জু অ্যান্ড অ্যাকোয়ারিমের পক্ষ থেকে । ১৪ বছরের জুপিটার ছিল মূলত রাশিয়ার আমুর টাইগার প্রজাতির সদস্য। বর্তমানে বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে এই প্রজাতির বাঘ। এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, জুপিটার অসুস্থ ছিল দীর্ঘদিন ধরেই। তারমধ্যেই নিউমোনিয়া হয় করোনা সংক্রমণের জেরে। আর তাতেই প্রাণ গিয়েছে তার। এরপরই কর্তৃপক্ষ চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীর দেখাশোনার সঙ্গে জড়িত কর্মীদের সঠিক বিধি মেনে কাজ করার নির্দেশ দিয়েছে।