প্রভাবশালী-যোগের তথ্য রয়েছে বগটুইয়ে পুলিশের ‘নিষ্ক্রিয়তা’র পিছনে : সিবিআই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বীরভূমের রামপুরহাটের বগটুইয়ের গনহত্যা কান্ডে। বগটুই যখন জ্বলছিল, সিবিআই তদন্তে জেনেছে বীরভূম জেলা পুলিশের কর্তারা সেখানে না-গিয়ে অদূরে পুলিশেরই এক অতিথিশালায় বৈঠক করছিলেন বলেও। তাদের দাবি, সিসি ক্যামেরার ফুটেজে এর সমর্থন মিলেছে, এমনই তথ্য উঠে এসেছে রামপুরহাটের এসডিপিও এবং আইসি-কে জিজ্ঞাসাবাদের পরে।

মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তারা বগটুইয়ে ২১ মার্চের সেই অভিশপ্ত রাতে পুলিশের এমন ‘নিষ্ক্রিয়তা’র পিছনে প্রভাবশালী-যোগের তথ্য মিলছে বলেই জানিয়েছেন। তদন্তকারীদের প্রশ্ন, বগটুইয়ে যখন পরের পর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তখন কেন সেখানে না পাঠিয়ে এসডিপিও সায়ন আহমেদকে ভাদু শেখের হত্যাকাণ্ডে অভিযুক্তদের ধরতে চামড়াগুদাম এলাকায় তল্লাশিতে পাঠানো হয়েছিল? প্রাথমিক তদন্তের পরে সিবিআইয়ের দাবি, ভাদু খুন হওয়ার ঘণ্টা দুয়েক পরে জেলা সদর সিউড়ি থেকে জেলা পুলিশের এক কর্তা এসে পৌঁছেছিলেন রামপুরহাট জাতীয় সড়কে। যেখান থেকে বগটুই গ্রাম মাত্র মিনিট তিনেকের হাঁটাপথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *