চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল ফের খুলছে ১লা জুলাই থেকেই – ঘোষণা শ্রমমন্ত্রীর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে শ্রমিকদের মুখে হাসি ফুটতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার পর।এমনকি খুলতে চলেছে চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলও। জানা গেছে মিলে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে আগামী ১লা জুলাই, রথযাত্রার দিন থেকেই । উৎপাদন চালু হবে উল্টোরথের মধ্যেই। শ্রমমন্ত্রী বেচারাম মান্না এমনটাই জানাল কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠকের পরে। এমনকি এই খবর পৌঁছয় গোন্দলপাড়ায়।অবশেষে শ্রমিকদের মনে ভরসা ফিরে আসে এই খবর পেয়ে।

এপ্রসঙ্গে শ্রমমন্ত্রী মূলত জানান, “মিল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল কেন্দ্রীয় সরকারের ভুল পাটনীতির জন্যই। এখন মিটেছে সে সমস্যা ।” ২০১৮ সালে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় গোন্দলপাড়া জুটমিল। অভিযোগ, পরিস্থিতির জেরে সেই সময় আত্মঘাতী হন ৬ শ্রমিকও। অনেকে মারা যান চিকিৎসার অভাবেও। মিল খোলে প্রায় ২৯ মাস পরে। গত পয়লা জানুয়ারি মিলে সাসপেনশন অব ওয়ার্ক ঘোষণা করা হয় কাঁচাপাটের সমস্যা এবং আর্থিক কারণ দেখিয়ে। ফলে, চরম সমস্যায় পড়েন হাজার পাঁচেক শ্রমিক। মিল বন্ধের প্রভাব এসে পড়ে স্থানীয় অর্থনীতিতেও । বিশেষজ্ঞ মহল মনে করছে এতদিন পর মিল খুললে সেই অর্থনীতির হাল ফিরবে বলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *