প্রয়াত হল বিশিষ্ট বাচিক শিল্পী গৌরী ঘোষ, ফের নক্ষত্র পতন বাংলার সংস্কৃতি জগতে
বেস্ট কলকাতা নিউজ : প্রয়াত হল বাচিক শিল্পী গৌরী ঘোষ। ভেঙে গেলে আবৃত্তি জগতে অন্যতম সেরা পার্থ-গৌরী জুটি। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন গুরুতর অসুস্থ হয়ে । স্ট্রোক হয়ে গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারে একটি হাসপাতালে। প্রথমে একটি হাসপাতালে ভর্তি করা হলেও, বাইপাসের ধারে এই হাসপাতালে স্থানান্তির করা হয় অবস্থার অবনতি হওয়ায়। এমনকি তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল অবস্থা গুরুতর হওয়ায় । সেখানেই তাঁর মৃত্যু হয় আজ বৃহস্পতিবার সকালে।
গৌরী ঘোষ জীবন শুরু করেন আকাশবাণীর উপস্থাপক হিসেবেই। এর সঙ্গে বাচিক শিল্পী হিসেবে পরিচয় গড়ে তোলাও শুরু হয়। আবৃত্তি, বিশেষ করে তার উচ্চারণ স্পষ্ট এবং সঠিক ভাবে প্রকাশ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল গৌরী ঘোষের। গৌরী ঘোষ বহু শ্রুতিনাটক উপস্থাপনা করেছেন স্বামী বিশিষ্ট বাচিক শিল্পী পার্থ ঘোষের সঙ্গে জুটি বেঁধে। খুবই জনপ্রিয় হয়েছিল তাঁদের যৌথ ভাবে উপস্থাপিত ‘কর্ণকুন্তি সংবাদ’। দীর্ঘদিন আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন গৌরী ঘোষ।