কাবুলে চুরি হল ভারতীয় ভিসা-সহ বেশ কয়েকটি আফগান পাসপোর্ট! ISI-এর মদতের আশঙ্কা ঘটনার পিছনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে কাবুল থেকে ভারতীয় ভিসার স্ট্যাম্প দেওয়া বেশ কয়েকটি আফগান পাসপোর্ট চুরির ঘটনা ঘিরে। ভারত সরকার সূত্রে খবর, কাবুলে ঘটেছে বেশ কয়েকটি আফগান পাসপোর্ট চুরির ঘটনাও। বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতীর দল সেখানকার একটি ট্রাভেল এজেন্সি সংস্থার অফিসে হানা দিয়েছিল তালিবানরা কাবুল দখলের পরেই। জানা গিয়েছে ওই দুষ্কৃতীরাই একাধিক পাসপোর্ট চুরি করে পালায় বলেই। এমনকি আশঙ্কা করা হচ্ছে ভারতীয় ভিসা-সহ আফগান পাসপোর্ট চুরির পিছনে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর হাত রয়েছে বলেও। জানা গিয়েছে ওই দুষ্কৃতীরা নিজেদের মধ্যে উর্দুতে কথা বলছিল বলেও।

তবে ঠিক কতগুলি পাসপোর্ট চুরি হয়েছে, তা জানা যায়নি এখনও পর্যন্ত । তবে এই চুরির ঘটনায় সবচেয়ে বড় আশঙ্কা, কোনও জঙ্গি কার্যকলাপে ব্যবহৃত হতে পারে পাসপোর্ট এবং ভিসাগুলি। তবে ইতিমধ্যেই ভারত বাতিল করেছে আফগানদের দেওয়া পুরনো ভিসা। তবে এগুলির থেকেই থেকে যাচ্ছে জাল পাসপোর্ট এবং নকল ভিসা বানানোর আশঙ্কাও। প্রসঙ্গত,আফগান নাগরিকেরা ভারতে ঢুকতে পারবেন না ই-ভিসা ছাড়া। বুধবার এ কথা জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। একটি বিবৃতিতে এও বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করেই । আফগান নাগরিকেরা যাতে জরুরি ভিত্তিতে ই-ভিসার আবেদন জানাতে পারেন সেই উদ্দেশ্যে গত সপ্তাহে চালু হয়েছে ‘ই-এমার্জেন্সি এক্স-মিস ভিসা’ ব্যবস্থাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *