প্রায় ৯০ লাখ টাকার সোনা সহ কালিকটে আটক হলো ২ জন যাত্রী
বেস্ট কলকাতা নিউজ : বিমানবন্দর কর্তৃপক্ষ সোনা বাজেয়াপ্ত করল কালিকট বিমানবন্দর থেকে। এই ঘটনায় দুই মহিলা যাত্রীকেও আটক করা হয় । প্রায় ২.৩ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ওই দু’জনের কাছ থেকে । জানা গেছে উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৯০ লাখ টাকা। বিমানবন্দর সূত্রে জানা গেছে দুই মহিলা যাত্রী কালিকট বিমানবন্দরে এসে নামে। এরপরই তল্লাশির সময় সোনা উদ্ধার হয় তাদের কাছ থেকে। বিমানবন্দর সূত্রের খবর, এক মহিলার যাত্রীর অন্তর্বাসের মধ্যে মেলে প্রায় ১.৬৫০ কেজি সোনা। অপরদিকে অন্য এক যাত্রীর ব্যাগ থেকে পাওয়া গিয়েছে ৬৫০ গ্রাম সোনার ক্যাপসুল । এরপরই আটক করা হয় ওই দুই মহিলাকে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ২১ কেজি সোনা উদ্ধার হয় হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। জানা যায়, কাস্টমস অফিসারর সোনার বিস্কুট, সোনার গয়না ও হিরে বাজেয়াপ্ত করেছেন একটি পার্সেল থেকে। উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা । পার্সেলটি এসেছিল মধ্য পূর্বের কোনও একটি জায়গা থেকে। হায়দরাবাদ হয়ে সেটি যাওয়ার কথা ছিল মুম্বইতে। জানা গিয়েছিল পার্সেলটিতে একটি ফোন নম্বর ও ঠিকানা ছিল বলেও। সূত্রের খবর, পার্সেলে থাকা ঠিকানাটি ছিল ভুয়ো।