ফাঁস হল ডুবোজাহাজের গোপন তথ্য, সিবিআই চার্জশিট পেশ করল ২ নৌসেনা কমান্ডারের বিরুদ্ধে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সিবিআই নৌ সেনার ২ কমান্ডারের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ডুবোজাহাজের গোপন তথ্য ফাঁস করার অভিযোগ। ওই তালিকায় রয়েছে এমনকি আরও ৪ জন। সিবিআই সূত্রে খবর, অভিযুক্তরা টাকার লোভে ফাঁস করে দিয়েছে কিলো ক্লাস শ্রেণির ডুবোজাহাজের আধুনিকীকরণের গোপন তথ্য।এছাড়াও চার্জশিট প্রাপ্তদের মধ্যে রয়েছেন অজিত কুমার পান্ডে নামে এক নেভি কমান্ডার। দুই কমান্ডার ছাড়াও ওই তালিকায় যে চারজন রয়েছে তারাও কমান্ডো র্যাংকের। এদের মধ্যে রয়েছেন রণদীপ সিং ও এস জে সিং নামের দুই অবসরপ্রাপ্ত কমান্ডো। রণদীপ সিং বর্তমানে কর্মরত এক বেসরকারি সংস্থায় ডিরেক্টরের পদে। পাশাপাশি,এস জে সিং কর্মরত এক কোরিয় সাবমেরিন কোম্পানিতে।

উল্লেখ্য, ওই মামলায় সিবিআই গ্রেফতার করেছিল ৫ জনকে। এদের মধ্যে ছিলেন নৌ সেনায় কর্মরত এক অফিসার, ২ জন অবসরপ্রাপ্ত নৌ সেনা অফিসার-সহ আরও দুজন। তদন্তে নেমে সিবিআই মোট ২ কোটি টাকা উদ্ধার করে এক অবসরপ্রাপ্ত নৌ সেনা অফিসারের বাড়ি থেকে। অবশেষে সিবিআইয়ের অ্যান্টি কোরাপসন ইউনিটকে তদন্তের ভার দেওয়া হয় নৌ সেনার তথ্য পাচারের কথা মাথায় রেখেই। তদন্তে নেমে সিবিআই এখনও পর্যন্ত জেরা করেছে একজন সামরিক সরঞ্জাম কেনাবেচার সঙ্গে যুক্ত দালাল ও একাধিক নৌ সেনা অফিসারকে। এদিকে দিল্লি, নয়ডা, হায়দরাবাদের ১৯টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে অভিযুক্তদের খোঁজে। উদ্ধার করা হয়েছে এমনকি বহু গুরুত্বপূর্ণ নথি ও বৈদ্যুতিন সরঞ্জামও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *