ফের অগ্নিগর্ভ সন্দেশখালি, মহিলাদের তুমুল বিক্ষোভ পুলিশের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সন্দেশখালি যেন ফেরাচ্ছে নন্দীগ্রামে সেই স্মৃতি। সকালের পর দুপুরেও এদিন অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালির বেড়মজুর এলাকা । রীতিমতো রণক্ষেত্রেরও আকার নেয় সমগ্র এলাকা। এদিকে গ্রামের মহিলারাও পুলিশি ভ্যানের সামনে গাছের গুড়ি ফেলে তুমুল বিক্ষোভ দেখান গ্রামের পুরুষদের পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধে । রাস্তাতেই লুটিয়ে পড়েন এক মহিলা। গ্রামের বাঁশের ভাঙা সাঁকোর এক প্রান্ত পুলিশ, আরেক প্রান্ত মহিলারা। পুলিশ যাতে গ্রামে ঢুকতে না পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয় । শাহজাহান, তাঁর চ্যালাদের গ্রেফতার না করে, কেন পুলিশ গ্রামবাসীদের তুলে নিয়ে যাচ্ছে সেই প্রশ্নই করতে থাকেন স্থানীয় মহিলারা।

একটা সময়ে গোটা গ্রাম এসে দাঁড়ায় পুলিশের সামনে। সাঁকোর এক প্রান্তে পুলিশ, অপর প্রান্তে পথ আটকে দাঁড়িয়ে থাকেন গ্রামের মহিলারা। তাঁদের বাড়ির ছেলেদের না ছাড়া হলে যাবেন না, স্পষ্ট জানিয়ে দেন তাঁরা। বেড়মজুর এলাকা তপ্ত হয়ে ওঠে। জমি ফেরতের দাবিতে লাঠি, বাঁশ, ঝাঁটা হাতে মেঠো রাস্তায় নামেন গ্রামের মহিলারা। শিবু হাজরা, অজিত মাইতি, তোয়েব মোল্লাদের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ে। বেশ কয়েকটি মাছের ভেড়ি জ্বলতে থাকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। গ্রামের মানুষদের বুঝিয়ে ফেরত পাঠান। জারি হয় এমনকি ১৪৪ ধারাও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *