ফের আরম্ভ হল পোস্তা উড়ালপুল ভাঙার কাজ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ, মঙ্গলবার থেকে ফের শুরু হল পোস্তা উড়ালপুল ভাঙার কাজ। আর পোস্তা দিয়ে যান চলাচল বন্ধ হল যার জেরে। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রথমে ভাঙা হবে রাজাকাটরার সামনে থেকে পোস্তা মার্কেট পর্যন্ত অংশ। ৪৫ দিন ধরে চলবে এই কাজ । ফলে রাস্তা বন্ধ রাখতে হবে গিরিশ পার্ক পর্যন্ত। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকল্প পথে যান চলাচল করছে উড়ালপুল ভাঙার জন্য৷ গাড়ি চলাচল করছে মহর্ষি দেবেন্দ্র রোড, এ কে টেগোর স্ট্রিট ও গণেশ টকিজ হয়ে। এছাড়াও মহাত্মা গান্ধী রোডকে দ্বিমুখী করে দেওয়া হয়েছে বড় গাড়ির যাতায়াতের জন্য৷ নলিন শেঠ রোড হয়ে যাবে দক্ষিণমুখী সকল গাড়ি৷

প্রসঙ্গত , বিবেকানন্দ রোডের ওপর পোস্তা উড়ালপুলের একাংশ ভেঙে পড়েছিল ২০১৬ সালের ৩১ মার্চ বিধানসভা নির্বাচনের মুখে৷ ২৭ জনের মৃত্যু হয়েছিল ওই ঘটনায়৷ বিশেষ কমিটি তদন্ত করে উড়ালপুল ভেঙে পড়ার পর৷ কমিটিতে ছিল খড়গপুর আইআইটির তিন বিশেষজ্ঞ অধ্যাপক ও রাজ্যের তদানীন্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর,সংশ্লিষ্ট এলাকার মাটির মান পরীক্ষা করে উল্লেখ করা হয়েছে কমিটির রিপোর্টে, সংশ্লিষ্ট এলাকার মাটির মান খুবই খারাপ৷ তাই ওখানে ভবিষ্যতে নতুন করে সেতু নির্মাণ করা হলেও একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না তা ভেঙে পড়ার আশঙ্কা৷

দীর্ঘ সময় ধরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সংস্থার সঙ্গে আলোচনা করে কমিটি মত দেয় উড়ালপুল ভেঙে ফেলার পক্ষেই৷ সেই কারণে অবশেষে এদিন উড়ালপুলটি ভাঙা হচ্ছে দুর্ঘটনার পাঁচ বছর কেটে যাওয়ার পর৷ কেএমডিএ সূত্রে জানা গিয়েছে দূষণ এড়াতে উন্নতমানের যন্ত্র ব্যবহার করে চারপাশ ঘিরে দিয়ে সেতুটি ভাঙা হবে বলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *