ফের জঙ্গি গতিবিধি উরি সেক্টরে ! অবশেষে অভিযানে নামলো সেনাবাহিনী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের ভারতীয় সেনাবাহিনী নজরদারি বাড়াল উরি সেক্টরে। এমনকি তারা লক্ষ করেছে ওই এলাকায় জঙ্গিদের গতিবিধিও। তাই এখন ভারতীয় সেনা রীতিমতো নেমে পড়েছে অভিযানে। সূত্রের খবর, তারা ইতিমধ্যেই ঘিরে ফেলেছে বারামুলা জেলার উরি সেক্টর। কারণ সন্দেহজনক গতিবিধি খেয়াল করা হয়েছে কাছের নিয়ন্ত্রণ রেখার কাছে। সেনার মুখপাত্র এও জানিয়েছেন, উরি সেক্টরে অনুপ্রবেশ করার চেষ্টা হতে পারে পাকিস্তানের দিক থেকে এসে।

এখনও একদম টাটকা রয়েছে আগের বারের সেনা ক্যাম্পে জঙ্গি হামলার স্মৃতি। ১৯ জওয়ান প্রাণ হারান ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বরের সেই হামলার ঘটনায়। পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবাও এমনকি স্বীকার করে নাশকতার দায়। এরপরেই ভারতীয় বায়ুসেনা বিখ্যাত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় পাক অধিকৃত কাশ্মীরে। যা নিয়ে সিনেমাও বানিয়েছে এমনকি বলিউডও। আরও একটা উরি হামলা যাতে না হয় সেনাবাহিনী ফের সক্রিয় হয়েছে তা নিশ্চিত করতে। স্বাধীনতা দিবসের সময় থেকেই ভারতের গোয়েন্দা দপ্তর জানাচ্ছে, সন্ত্রাসবাদী কার্যকলাপ ফের নতুন করে সক্রিয় হয়েছে সীমান্তে। অনুপ্রবেশের চেষ্টা চলছে এমনকি নাশকতার ছক কষেও। তাই আগে থেকেই ভারতীয় সেনা বিশেষ অভিযান চালাচ্ছে গোয়েন্দা দপ্তরের সূত্র ধরেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *