ফের ভারতীয় মুদ্রার রেকর্ড পতন বিশ্ববাজারে! বিরোধীরা কাঠগড়ায় তুলল মোদী সরকারের দিশাহীন ভ্রান্ত অর্থনীতিকেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের বেনজির ভাবে পড়ল টাকার দাম । বিশ্ববাজারে ভারতীয় মুদ্রার রেকর্ড পতন ঘটল সপ্তাহের শুরুর দিনেই। সোমবার টাকার দাম ২০ পয়সা কমেছে মার্কিন ডলারের নিরিখে । এটিই এযাবৎকালের সর্বনিম্ন রেকর্ড। ফলে দিনের শেষে ভারতীয় মুদ্রার দাম ৭৯.৪৩ টাকা দাঁড়াল ডলারের অনুপাতে ।যদিও এদিন টাকার দামে অস্বাভাবিক মন্দা দেখা যায় বাজার খোলার পরেই। দিনের মাঝামাঝি ডলারের নিরিখে সর্বকালীন তলানিতে নামে টাকার দাম । দাম দাঁড়ায় ৭৯.৪৬। তবে বিপদের আঁচ পেয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক কিছু পদক্ষেপ করায় টাকার দাম বেশ খানিকটা ঘুরে দাঁড়ায় ক্লোজিং বেলে।

এদিকে বিরোধীরাও ভারতীয় টাকার লাগাতার অবমূল্যায়নের জন্য কাঠগড়ায় তুলেছে একমাত্র মোদী সরকারের দিশাহীন ভ্রান্ত অর্থনৈতিকেই। এমনকি অর্থনীতির কারবারিরাও বড় বিপদের আভাস পাচ্ছেন এই নেতিবাচক ট্রেন্ডে।তাঁদের আরও আশঙ্কা ,এবার আবার বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। কারণ, আন্তর্জাতিক বাজার থেকে ভারতকে জ্বালানি ক্রয় করতে হয় ডলার গুনেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *