ইস্টবেঙ্গলের নতুন লোগো প্রকাশ করা হল সরকারিভাবে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পোর্ট স্টাফ সহ কোচ-ফুটবলাররা গোয়ায় পৌঁছে গেলেও কেন ওয়েলকাম পোস্ট বা ইস্টবেঙ্গলের নতুন লোগো প্রকাশিত হচ্ছে না আইএসএলের তরফ থেকে? বিগত কয়েকদিন ধরে সদস্য-সমর্থকেরা ধৈর্য্য হারাচ্ছিলেন এমনকি আইএসএল পেজে চোখ রাখতে রাখতে। এছাড়াও জানা যাচ্ছিল কিছুটা দেরি হচ্ছিল এএফসি থেকে নয়া লোগো সংক্রান্ত ছাড়পত্র ফেডারেশনের কাছে পৌঁছতেও। স্বাভাবিকভাবে কিছুটা কালবিলম্ব হচ্ছিল সেটা এফএসডিএলে’র কাছে আসতেও। উৎকণ্ঠার কোনও কারণ এতে না থাকলেও ঘুম ছুটে যাওয়ার জোগাড় হয়েছিল লাল-হলুদ জনতার।

অবশেষে উৎকণ্ঠার অবসান ঘটলো আজ শনিবার সকালে। স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গলের নতুন লোগো প্রকাশিত হল সরকারিভাবেই। নতুন লগো নিজেদের সমস্ত সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে ইন্ডিয়ান সুপার লিগ অফিসিয়ালি স্বাগত জানাল কলকাতা জায়ান্টদের। শুরুটা তবে হয়েছিল একটু অন্যরকম ভাবে। এমনকি নয়া লোগো উন্মোচনের একটি ভিডিও প্রিমিয়র করা হয় ইস্টবেঙ্গলের ইউ টিউব চ্যানেলেও। মাত্র ২০ সেকেন্ডের সেই ভিডিওর মাধ্যমেই সদস্য-সমর্থকদের পরিচিতি ঘটে ক্লাবের নয়া লোগোর সঙ্গে। চিরাচরিত লাল-হলুদ রঙের মাঝে মশাল হাতে যে ছবি ইস্টবেঙ্গলের লোগোতে আগাগোড়া স্থান পেয়েছে তাতে কোনও পরিবর্তন ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *