ফেসবুকের দেউলিয়া হওয়ার অবস্থা ! জুকারবার্গের সংস্থা অবশেষে আর্থিক ক্ষতির মুখে
বেস্ট কলকাতা নিউজ : আপনার চোখ কপালে উঠবে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থার আর্থিক ক্ষতির পরিমান শুনলে। অন্যদিকে বিপুল ধস নেমেছে নেমেছে ফেসবুকের জনপ্রিয়তায়ও। আর এইভাবে চলতে থাকলে, জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়ায় অ্যাপ যে কোনো মুহূর্তে দেউলিয়া হতে পারে।
জানা গেছে, বিগত ৬ মাসে মার্ক জুকারবার্গের সংস্থা প্রায় ১০ লক্ষ ইউজার খোয়ালো। বিপুল ক্ষতির মুখে এমনকি ফেসবুকের মালিকানাধীন সংস্থা মেটাও।অন্যদিকে শেয়ার বাজারে ভয়াবহ হারে কমেছে ফেসবুকের শেয়ার। ফলশ্রুতিতে গত ৭ বছরে এই প্রথমবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের নাম বাদ পড়ল বিশ্বের সবচেয়ে ধনী ১০ ব্যক্তির তালিকা থেকেও । ইতিমধ্যেই ফেসবুক স্বীকার করেছে, ১০ লক্ষ মানুষ ফেসবুক ছেড়েছেন গত দুই মাসিকে। যার জন্য ফেসবুকের প্রায় ৮% আয় কমেছে। শুধু তাই নয় শেয়ার বাজারেও রাতারাতি ফেসবুকের শেয়ার মুল্য ২২% হ্রাস পেয়েছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ১৯৫০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে । ভারতীয় টাকায় যার মূল্য প্রায় ১৩ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা ।যার ফলে জুকারবার্গের সংস্থা কার্যত এক ধাক্কায় বেসামাল।