বইপ্রেমী ডেপুটি মেয়র জানালেন বইএর প্রতি তার ভালোবাসার কথা
শিলিগুড়ি : শুরু হয়েছে উত্তরবঙ্গ বইমেলা। আর তাই ভীড় সাধারন মানুষের। গতকাল থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গ বইমেলা। অন্যান্য দের মত উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। সবার মতো তিনিও বইএর ষ্টলে ঘুরে ঘুরে দেখলেন এবং বই কিনলেন। জানালেন ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসী। এখনও বই পড়ি তবে আগের মত সময় পাই না। আমাদের সবাইকে বই পড়া উচিত বলে জানালেন ডেপুটি মেয়র। তিনি আরো জানালেন বই কেনা এবং বই পড়ার ব্যাপারটা আমার মধ্যে ছোটবেলার থেকেই ছিল। এখন সময় পাই না আমি, তবে চেষ্টা করি বই কিনতে। আমার পরিবারের সবাই বই কিনতে ভালোবাসে। আমি আবার আসবো এখানে। জানালেন তিনি। মুখ্যমন্ত্রী আসছেন শিলিগুড়িতে। তিনি থাকা পর্যন্ত আসা হবে না আমার। তারপরে আমি আবার আসব। আজকে বেশ কিছু বই কিনে নিয়ে গেলাম। আবার কিছু বই কিনবো আমি জানালেন ডেপুটি মেয়র নিজেই। শিলিগুড়ির মানুষ বই পড়তে এবং বই কিনতে ভালোবাসেন।


