কলকাতা মেট্রোয় বসতে চলেছে অত্যাধুনিক ইন্টারলোকিং সিস্টেম , আরও সুরক্ষিত হতে চলেছে যাত্রাপথ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা মেট্রো তরফ থেকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া হল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারকে। অবশেষে কলকাতা মেট্রো রেলে বসল ইলেকট্রনিক ইন্টারলোকিং সিস্টেম। আরও আধুনিকীকরণ করা হয়েছে এই ইন্টারলকিং সিস্টেম। অর্থাৎ এবার আর ম্যানুয়াল পদ্ধতিতে নয়, সম্পূর্ণ আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থার মাধ্যমে এই ইন্টারলকিং সিস্টেম এর কাজটি চলবে । এই অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় দুটি মেট্রোর ব্যবধান আরও কমবে , মেট্রো কর্তৃপক্ষের এমনটাই দাবি।

সূত্রের খবর অনুযায়ী, আপাতত ব্লু লাইনমেট্রোয় বসানো হয়েছে এই নতুন ইলেকট্রনিক ইনটারলকিং সিস্টেম। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া এবং নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরে যে মেট্রো গুলি আসবে এই নতুন ইন্টারলকিং ব্যবস্থার সুবিধা থাকছে সেই গুলিতেই। বর্তমান মেট্রো পরিষেবা কোনভাবে প্রভাবিত হয়নি এই লাইনের মেট্রোগুলিতে ইন্টারলকিং সিস্টেমের কাজ করার দরুন । কর্মব্যস্ত সপ্তাহের দিনগুলিতে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত প্রতিদিন যাতায়াত করেন প্রায় ৬ লক্ষ যাত্রী। যত দিন যাচ্ছে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মেট্রো কর্তৃপক্ষ এমনটাই জানাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *