বাস মালিকদের একাংশ বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবি করল ন্যূনতম ১৪ টাকা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আবারও বেসরকারি বাস মালিকরা সরব হল ভাড়া বাড়ানোর দাবিতে।বাস-মালিকরা ইতিমধ্যেই রুট থেকে বাস তুলে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ন্যূনতম ১৪ টাকা ভাড়া ধার্য না হলে। ইতিমধ্যেই শহর কলকাতা ও শহরতলীর বাসমালিকরা রাজ্য সরকারের উপর ক্রমশ চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন বৈঠকে ভাড়া বৃদ্ধির দাবিতে। শহর কলকাতার বাসমালিকরা আরও জানিয়েছেন ধাপে-ধাপে জেলাগুলিতেও একইভাবে ভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি বাসমালিকরা একজোট হবেন বলেও।

এবার ফের বাসমালিকরা সরব হল শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পর।তাঁরা একরকম অনড় ভাড়া বাড়ানোর দাবিতেই। বাসমালিকদের আরও দাবি, জ্বালানি ও গাড়ির যন্ত্রাংশের দাম বর্তমানে যেভাবে বেড়েছে, তাতে পুরনো ভাড়ায় গাড়ি চালালে আর কোনও লাভই থাকছে না। সেই কারণেই মালিকরা বেসরকারি বাসে ন্যূনতম ১৪ টাকা ভাড়া ধার্য করার দাবি তুলেছেন। বেসরকারি বাসমালিকরা এদিকে রুট থেকে বাস তুলে নেওয়ারও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রাজ্য সরকার তাঁদের দাবি না মানলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *