বকেয়া রয়েছে পাওনা, আখচাষীদের বিক্ষোভের মুখে বেকায়দায় পড়ল উত্তরপ্রদেশে বিজেপি সরকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের কৃষক-বিক্ষোভ৷ ফের বিজেপি শাসিত রাজ্য৷ আর এই বিক্ষোভ নির্বাচনের দুদিন আগে বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট৷ উত্তরপ্রদেশের শামলিতে আখচাষীদের বকেয়া পাওনার দাবি ক্রমশ ক্ষোভে পরিণত হচ্ছে ৷আখ চাষীরা টাকা পাচ্ছেন না সময়মত৷ অনেকদিনের পাওনাও বাকি পড়ে রয়েছে ৷ সংবাদসংস্থা এএনআইয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আখচাষীদের ক্ষোভ বাড়ছে বিজেপি সরকারের কৃষিনীতির বিরুদ্ধে ৷ কেন তাদের পাওনা মেটানো হচ্ছে না তারা , তা নিয়ে রীতিমত ক্ষোভের আগুনে ফুঁসছেন ৷ বকেয়া টাকা না পেয়ে
বিপুল ক্ষতি হচ্ছে চাষের কাজে, প্রতিপালন করা যাচ্ছে না সংসারও৷ সব মিলিয়ে উত্তরপ্রদেশের আখ চাষীরা রীতিমত চরম সমস্যায় পড়েছেন ৷

আখচাষীদের আর বক্তব্য এরকম পরিস্থিতি আগে ছিল না৷ কিন্তু কয়েক বছর ধরে বকেয়া টাকা পয়সা নিয়ে সমস্যা হচ্ছে৷ বকেয়া টাকাও ঠিকমতো মেটানো হচ্ছে না৷ তাহলে কি তাঁদের বিক্ষোভের অভিমুখ বিজেপি সরকারের দিকেই ? প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ চাষীদের আরও দাবি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু টাকা পৌঁছয়নি কোনও চাষীর হাতে৷ কেনএই মিথ্যাচার ? এই নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা৷

চাষীদের মধ্যে অনেকেই বিজেপি সমর্থক৷ তাঁরা বলছেন নিজের দলের সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ বিক্ষোভে বসতে এক প্রকের বাধ্য হয়েছি৷ পরিস্থিতি এতটাই খারাপ ৷ বিজেপির প্রতিশ্রুতি মত ছহাজার টাকা চান না৷ তাঁরা ,শুধু নিজেদের প্রাপ্য টাকা মিটিয়ে দিলেই তাঁরা খুশি, বলছেন এই চাষীরা৷ সূত্রের খবর আখচাষের কারখানা ৫ মাস ধরে চলছে, কিন্তু এক মাসের বকেয়া মেটানো হয়েছে ৷ কৃষকরা টাকা পাচ্ছেন এই হিসাবেই ৷ সরকার সব জেনেও চুপ করে রয়েছে বলে অভিযোগ করেছেন আখ চাষীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *