বন্ধ হল কলকাতার সব লকগেট, আরও বাড়ল দুর্ভোগের আশঙ্কা
বেস্ট কলকাতা নিউজ : বৃষ্টি পড়ে চলেছে সেই এক নাগাড়ে। জল থৈ-থৈ এমনকি শহর কলকাতাও। এর মধ্যেই বন্ধ করে দেওয়া হল শহরের সব লকগেটও।গঙ্গার জলস্তর বেড়েছে মূলত টানা বৃষ্টি ও পূর্ণিমার জেরে। এসেছে এমনকি জোয়ারও। কলকাতা পুরনিগমের তরফে জানানো হয় এর ফলে শহরে যাতে গঙ্গার জল না ঢুকতে পারে তার জন্যই লকগেটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলেই। আশঙ্কা করা হচ্ছে এর জেরে কলকাতাবাসীর জমা জলের যন্ত্রণা আরও বাড়বে বলেই। কারণ, একদিকে বৃষ্টি হয়ে চলেছে। ক্রমশ বাড়ছে এমনকি জমা জলের পরিমাণও। কিন্তু তা বেরিয়ে যেতে পারবে না লকগেট বন্ধ থাকায়। কলকাতার সব লকগেট বন্ধ থাকবে বিকেল ৩টে পর্যন্ত। কলকাতা পুরনিগম আশ্বাস দিয়েছেন তারপর শহরের জমা জল পাম্পের মাধ্যেম দ্রুত বের করে দেওয়া হবে বলে।
কলকাতা পুরনিগমের পক্ষ থেকে তারক সিং জানিয়েছেন, ‘টানা বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। জল জমে রয়েছে এমনকি কলকাতায় একাধিক জায়গায়। কিন্তু, জোয়ারের জল শহরের ঢুকে যেতে পারে লকগেট বন্ধ না করলে। ফলে অবস্থা হবে আরও ভয়ঙ্কর। তাই লকগেটগুলো বন্ধ করে দেওয়া হল। সেগুলি খোলা হবে তিনটের পর। বিকেল থেকে কলকাতার জমা দল বের করে দেওয়া হবে পাম্প করে।’
কলকাতা প্রবল জলমগ্ন রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে। শহরের উত্তর থেকে দক্ষিণ জল জমেছে এমনকি সর্বত্রই। নাকাল হচ্ছে মানুষজন। কার্যত নদীতে পরিণত হয়েছে উত্তর ও মধ্য কলকাতার শ্যামবাজার, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, রামমন্দির, সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি , পার্ক স্ট্রিট এর মতো এলাকা। জলের তলায় চলে গেছে এমনকি দক্ষিণের লেক গার্ডেন্স, বালিগঞ্জ, যোধপুর পার্ক, সার্দান অ্যাভিনিউ সহ বিস্তীর্ণ এলাকাও।