বাংলা গানই চলুক পুজোমণ্ডপে , ‘বাংলাপক্ষ’ এমনি আবেদন জানালো পুজো মণ্ডপে ঘুরে-ঘুরে
বেস্ট কলকাতা নিউজ : বাংলাপক্ষ ত্রিধারা সম্মিলনী, সমাজসেবী, বালিগঞ্জ কালচারাল, সিংহিপার্ক, একডালিয়া, হিন্দুস্থান ক্লাব, বোসপুকুর শীতলা মন্দির, যোধপুর পার্ক ৯৫ পল্লী সহ নানা পুজো কমিটিকে স্মারকলিপি জমা দিল বাংলা গান ও সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরা ও বাঙালি শিল্পীদের প্রোমোট করার আবেদন জানিয়ে। আমরা কলকাতা সহ বাংলা জুড়ে অনেক পুজো প্যান্ডেলে ঘুরছি। আমাদের এই দাবির সমর্থনেবার্তা দিচ্ছেন এমনকি বাংলা শিল্পীরাও।আবেদনে এমনটাই জানানো হয়েছে বাংলা পক্ষের পক্ষ থেক। এদিকে পুজো কমিটি গুলির প্রতি বাংলা পক্ষের আরও অনুরোধ , আপনারা আমাদের এই বার্তা সকলের সামনে তুলে ধরুন আপনাদের মিডিয়ার মাধ্যমে।
মূলত, বাংলাপক্ষ পুজো প্যান্ডেলে বাংলা গান বাজানো এবং বাংলার সংস্কৃতি রক্ষার আবেদন জানিয়ে বাংলার নানা পুজো কমিটি, ক্লাবকে আবেদন জানাতেও শুরু করেছে ইতিমধ্যেই। এর আগেও এমনকি রেডিওতে একের পর এক হিন্দি গান চলছে বাংলার মাটিতে বসেও, সঞ্চালনাতেও নেই কোনো রকম বাংলার ছাপও। সুযোগ পেলে সেখানে সারাদিনে বাংলা গান চলছে এক বা বড়জোর তিনবার, বাংলাপক্ষও প্রতিবাদে সরব হয়ে রাস্তায় নামে এই অভিযোগ নিয়েই।