“কঠোরভাবে কোরোনা বিধি মেনে এবছর মাকে দেখুন ভার্চুয়াল মোডে”- এমনটাই আর্জি জানালো রাজ্যের স্বাস্থ্য কমিশন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কোরোনা যাতে উৎসবের মরশুমে কোনো রকম ভাবে বিপর্যয় ডেকে আনতে না পারে, তার জন্য এবার সাধারণ মানুষকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে উৎসবে অংশগ্রহণের জন্য অনুরোধ করল রাজ্যের স্বাস্থ্য কমিশন। শুধুমাত্র তাই নয়, কমিশন সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখল কোরোনায় সংক্রমণের হার যাতে কোনো রকম ভাবে বেড়ে যেতে না পারে, তার জন্য ভার্চুয়াল মোডে এবছর মা দুর্গাকে দেখার জন্যও। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে ইতিমধ্যেই বার বার চিঠি পাঠিয়ে দুর্গাপুজোয় মণ্ডপগুলিতে জনসমাগম রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে এমনকি সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফ থেকেও। এই উদ্দেশ্যে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনও অনুরোধ জানিয়েছে এমনকি বিভিন্ন রাজনৈতিক দলকেও।

সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, “উৎসবের এই সময়ে একজন রোগীকেও যাতে হাসপাতাল থেকে ফেরানো না হয়, বলা হয়েছে তার জন্যও৷ তিনি জনগণের প্রতি এও জানিয়েছেন পুজোয় অংশগ্রহণ করুন কঠোরভাবে কোরোনা বিধি (স্বাস্থ্য বিধি) মেনেই। একটা বছ‍র না হয় মাকে দেখলাম আমরা ভার্চুয়াল মোডে।” তবে, যেভাবে সংক্রমণের হার বেড়ে চলেছে, তার জেরে আশঙ্কায় রয়েছে এমনকি এই স্বাস্থ্য কমিশনও। এই কমিশনেরও আরও আশঙ্কা, আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে উৎসবের সময়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *