বাধা দেওয়া হল পৌষমেলার মাঠ ঘিরতে, ভাঙা হল এমনকি পাঁচিল-নির্মাণ সামগ্রীও
বেস্ট কলকাতা নিউজ : কাজ চলছিল পৌষমেলার মাঠের একাংশ প্রাচীর দেওয়ার।এরই মধ্যেই মিছিল করে পাঁচিল তৈরি করার কাজ বন্ধ করে দেয় বোলপুর শান্তিনিকেতন এলাকার কয়েক হাজার মানুষ। শ্রমিকদের সরিয়ে দিয়ে এমনকি নির্মাণ কাজও বন্ধ করে দেওয়া হয়।এছাড়াও ভেঙে দেওয়া হয় নির্মিত ক্যাম্প অফিস ও নির্মাণ সামগ্রীও।
দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে বিশ্বভারতীর একাংশ পাঁচিল দিয়ে ঘেরার সিদ্ধান্ত নিয়েও। সদ্য শুরু করা হয়েছে এমনকি ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরার কাজ। রাতারাতি ক্যাম্প অফিসও বানানো হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ শান্তিনিকেতনের আশ্রমিক থেকে শুরু করে পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশ। এমনকী, এবিষয়ে আপত্তিও রয়েছে বোলপুর ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে স্থানীয় অনেকেরই। এমনকি অভিযোগ উঠছে বিশ্বভারতীর চতুর্দিকে পাঁচিল দিয়ে অচলায়তনে পরিণত করা হচ্ছে বলেও। যা রবীন্দ্র আদর্শের পরিপন্থী বলে একাংশ মনে করছে। গতকাল এই অভিযোগ তুলেই আশ্রমিকদের একাংশ কথা বলতে যান উপাচার্যের সঙ্গে। আরও অভিযোগ, বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা সেই সময় তাঁদের বাধা দেন। এমনকী, হেনস্থারও অভিযোগ ওঠে মহিলা আশ্রমিককেও। আশ্রমিকদের সঙ্গে কথা না বলে সেখান থেকে উপাচার্য চলে যান। বজায় থাকে পাঁচিল তৈরির কাজও। আজ সদ্য তৈরি হওয়া পাঁচিল ভেঙে দেয় কয়েক হাজার মানুষ।নির্মাণ সামগ্রীও ভেঙে দেওয়া হয় JCB মেশিন দিয়ে।