বান্ধবী হওয়ার সুযোগ নিয়ে বিরাট প্রতারণা, একাধিক মহিলা গ্রেফতার হল লালবাজারের বিশেষ অভিযানে
(*) কলকাতা ১ রাজ্য (৩)
বেস্ট কলকাতা নিউজ : আপনি কি একা? আপনার কি সঙ্গীর প্রয়োজন রয়েছে? সোশাল মিডিয়ায় এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়া বিজ্ঞাপন হামেশাই দেখা যায়৷ কিন্তু এই বিজ্ঞাপনের আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর জালিয়াতি চক্র৷ যে চক্র সঙ্গী বা সঙ্গিনী খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদে ফেলছিল সাধারণ মানুষকে৷ সম্প্রতি কলকাতা পুলিশের এক অভিযানে এই বিষয়টি প্রকাশ্যে এসেছে৷ গ্রেফতার হয়েছে ১৭ জন৷ তাৎপর্যপূর্ণভাবে গ্রেফতার যাঁরা হয়েছেন, তাঁদের মধ্যে ১৬ জন মহিলা৷ অভিযোগ, ওই মহিলাদের দিয়েই প্রতারণার ফাঁদ হতো ৷ তার পর সেই ফাঁদে যাঁরা পড়তেন, তাঁদের সর্বস্বান্ত করে দেওয়া হতো৷ কলকাতা পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার মিন্টো পার্ক অঞ্চলে এই চক্রের একটি অফিস ছিল৷ সেখানে বসেই ডেটিং অ্যাপের কারবার চলত৷ প্রতারণার জন্য একটা নয়, একাধিক ভুয়ো ডেটিং অ্যাপ তৈরি হয়েছিল৷ কখনও সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে, আবার কখনও অন্যভাবে প্রলোভন দেখানো হতো৷

অনেকে সেই প্রলোভনে পা দিতেন৷ যোগাযোগ করতেন৷ তার পর সেই ব্যক্তিদের একাকিত্ব কাটাতে সঙ্গিনীর ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানানো হতো৷ এর জন্য টাকা চাওয়া হতো৷ অনেকে টাকার অঙ্ক শুনে পিছিয়ে যেতেন৷ আবার অনেকে রাজি হয়ে টাকা দিয়েও দিতেন৷ তাঁদের কাছে পরে আরও টাকা চাওয়া হতো৷ এভাবেই অনেকে সর্বস্বান্ত হয়েছেন৷ পুলিশ সূত্রে খবর, এসব ক্ষেত্রে লোকলজ্জার ভয়ে অনেকেই অভিযোগ জানাতে আসেন না৷ প্রতারিত হয়েও চুপ করে থাকেন৷ সেই সুযোগে আরও অনেকে প্রতারণা চক্রের ফাঁদে পড়ে যান৷ তবে অনেকে পুলিশের দ্বারস্থ হন৷ এমন কয়েকটি অভিযোগ সম্প্রতি কলকাতা পুলিশের কাছে দায়ের হয়৷ সেই অভিযোগগুলি খতিয়ে দেখে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা৷ সেই তদন্তেই মিন্টো পার্কের একটি অফিসের হদিশ মেলে৷ তার পর আচমকাই একদিন সেখানে পুলিশ অভিযান করে৷ সেই অফিস থেকেই ১৬ জন মহিলাকে গ্রেফতার করেন তদন্তকারীরা৷