পৌরনিগম সংশয় প্রকাশ করলেন বেসরকারি ল্যাবের COVID-19-এর রিপোর্ট নিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম অসন্তোষ প্রকাশ করলেন COVID-19 এর পরীক্ষা করছে যে দু’টি বেসরকারি ল্যাব তাদের রিপোর্ট নিয়ে। কলকাতা পৌরনিগম এমনকি সংশয় প্রকাশ করেছে বেসরকারি ল্যাব দু’টি থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে তা নিয়েও। তারা মনে করছে, 100 শতাংশ সঠিক নয় এই রিপোর্ট৷ কলকাতা পৌরনিগম বিষয়টি দেখার জন্য আবেদন জানায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছেও। পুনরায় পরীক্ষা করার আবেদন জানানো হয়েছে বেসরকারি ল্যাবের রিপোর্টগুলিকেও। রাজ্য সরকার রাজি থাকলে তা পুনরায় পরীক্ষা করবে কলকাতা পৌরনিগম।

কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে। বেসরকারি ল্যাবগুলি বেশি আর্থিক মুনাফা কামাতে সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের প্রতারণা করছে বলেও পৌরনিগম মনে করছে। তাই তাদের রিপোর্ট আদৌ কতটা সঠিক তা যাচাই করাও দরকার বলে জানিয়েছেন অতীন ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *