বান আসছে, গঙ্গায় বাড়বে জলস্তর , কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিল লকগেট বন্ধ রাখার
বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সতর্ক করেছিলেন ২৬ তারিখ বান আসার কথা জানিয়ে । নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন কারও হাত নেই প্রকৃতির উপর, প্রকৃতি দুরন্ত হয়ে গেছে। আজ সেই উদ্বেগের ২৬ জুন। আবহাওয়া সূত্রের খবর, গঙ্গার জলস্তর বাড়তে শুরু করবে শনিবার দুপুর ২টো ২৫ মিনিট থেকে। বেড়ে হবে প্রায় ১৮.২৪ ফুট (৫.৫৬ মিটার)। এছাড়া খবর রয়েছে এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও।
কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য তারক সিং জানিয়েছেন, শনিবার নির্দিষ্ট সময়ের জন্য লকগেট বন্ধ রাখা হবে বানের কারণে। বেলা ১২.১০ থেকে বিকেল ৪.১০ পর্যন্ত চার ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকবে লকগেটে। বৃষ্টি হলে শহরে জল জমা অবধারিত গঙ্গার পাশের লকগেটগুলি সবই বন্ধ থাকার কারণে। পুরসভার তরফে জানানো হয়েছে জল জমবে ঠিকই, তবে দ্রুত তা নেমেও যাবে লকগেট আবার খুলে দিলেই।