বার কাউন্সিল অফ ইন্ডিয়া চরম ক্ষুব্ধ হাইকোর্টের বিক্ষোভের ঘটনায় , এমনকি নিলেন বেনজির পদক্ষেপও
বেস্ট কলকাতা নিউজ : এবার দিল্লিতেও আঁচ পড়লো কলকাতা হাইকোর্টে নজিরবিহীন বিশৃঙ্খলার। এবার বার কাউন্সিল অফ ইন্ডিয়া সক্রিয় হল আইনজীবীদের একাংশের অভিযোগ পেয়েই। পরিস্থিতি বিশদে জানতে এবার বার কাউন্সিল অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গে তথ্য অনুসন্ধান কমিটি পাঠাচ্ছে। আগামিকালই সম্ভবত কলকাতায় পৌঁছবে তিন সদস্যের সেই দল ।
মূলত এখনও জোর চর্চায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস আটকে আইনজীবীদের একাংশের নজিরবিহীন বিক্ষোভ এর ঘটনা । যা নিয়ে এখনও তোলপাড় রাজ্য রাজনীতির আঙিনা। সমাজের বিভিন্ন মহলও সোচ্চার এভাবে একজন বিচারপতির এজলাস আটকে আইনজীবীদের একাংশের ‘জঙ্গি’ বিক্ষোভ নিয়ে। বর্ষীয়ান আইনজীবীদের একাংশও মুখ খুলেছেন বিচারপতির এজলাস আটকে এই ধরনের বিক্ষোভের বিরুদ্ধে।
চলতি সপ্তাহের সোমবার মূলত তুমুল বিক্ষোভ চলে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে । অভিযোগ, সেই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশই। তারও আগে ওই দিন সকালে বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির চারপাশে একগুচ্ছ পোস্টার লাগানো হয় তাঁর বিরুদ্ধে। যা নিয়ে থানায় মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই ।
এদিকে, আইনজীবীদের একাংশ একজন বিচারপতির এজালাসে এই ধরনের বিক্ষোভের বিরুদ্ধে মুখ খুলে দিল্লিতে বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় নালিশ ঠুকেছিলেন। সম্ভবত তারই ভিত্তিতে এবার বার কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃপক্ষও নড়েচড়ে বসেছে। ঠিক কী ঘটেছিল কলকাতা হাইকোর্টে? বিশদে তা জানতে এবার তথ্য অনুসন্ধান কমিটি বা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হচ্ছে।
সম্ভবত শনিবারই আসছে তিন সদস্যের সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। জানা গিয়েছে, এই কমিটির সদস্যরা কথা বলবেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে। এরই পাশাপাশি তাঁদের কথা হবে বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকের সঙ্গেও। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলবেন। এছাড়াও গন্ডগোলের দিনের সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য ছবিও তঁরা সংগ্রহ করবেন। আগামী ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশ করবে এই টিম।