বালুরঘাটে আয়োজিত হল রাস্তার উপরে এক অভিনব দাবা প্রতিযোগিতার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বালুরঘাট : বালুরঘাটে রাস্তার উপরে আয়োজিত হল এক অভিনব দাবা প্রতিযোগিতার । আশ্চর্য লাগলেও সত্যি জার্মানি বা ফ্রান্স নয়, বালুরঘাট দাবা অ্যাসোসিয়েশনের তরফ থেকে চালু করা হয় এই প্রতিযোগিতার । একেবারে ক্ষুদেদের মধ্য যাতে দাবা জনপ্রিয় হয় সেই উদ্যোগই নিচ্ছে দাবা অ্যাসোসিয়েশন। তারা জানান বালুরঘাটের বেশিরভাগ ছোট ছোট ছেলেমেয়েদের মধ্য দাবা খেলা কে নিয়ে একটা আলাদা উন্মাদনা আছে। যেটা আজকের থেকে নয় অনেকদিন থেকে এই প্রচলিত। তাই আমরা ওদের মধ্যে উৎসাহ বাড়াতে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছি। যাতে মানুষ দাবা নিয়ে আগ্রহ প্রকাশ করে।

মূলত ,বালুরঘাটে রাস্তার উপরে দাবা খেলার প্রতিযোগিতা নতুন নয়, এর আগেও চালু করা হয়েছিল, যা তুমুল আলোড়ন তৈরি করেছিল বালুরঘাটে। তার দিকে তাকিয়েই এইবার রাস্তার উপরে দাবা খেলার আয়োজন করেছে বালুরঘাট দাবা অ্যাসোসিয়েশন। তাদের উদ্দেশ্য একটাই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে দাবা খেলার আগ্রহকে জাগিয়ে তোলা। এক আধিকারিক জানান দাবা খেলা বুদ্ধির খেলা, আর আমরা সেটাই চাই। যাতে প্রতিটি ঘরে ঘরে দাবা খেলার প্রতি উৎসাহ বাড়ে। উন্মাদনা বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *