বাড়ছে মুরগির মাংসর দাম, বিক্রি ক্রমশ কমছে শিলিগুড়িতে
শিলিগুড়ি : কেজি প্রতি তিরিশ থেকে পঞ্চাশ টাকা, গত কয়েক দিনে ঠিক এইভাবেই বেড়ে গেছে শিলিগুড়িতে মুরগির মাংসর দাম। গত কয়েক দিন ধরে অস্বাভাবিক দাম বেড়ে গেছে মুরগির মাংসের দাম। শিলিগুড়িতে সব বাজারেই দাম বেড়ে গেছে মাংসের দাম। শিলিগুড়ির হায়দারপাড়া এবং বিধান মার্কেট ছাড়াও সুভাষপল্লি তে ক্রেতারা মাংসের দাম শুনে অবাক হয়ে গেছেন। কেন এতো দাম বাড়লো মাংসের সেটা শুনেও অনেকেই অবাক হয়ে যাবেন। তবে কি এটা অসাধু ব্যাবসায়ী দের কোনো কারসাজি? একেবারেই নয় জানয়েছেন মাংস বিক্রেতারা। শিলিগুড়ি শুধুমাত্র নয় জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গ জুড়ে বেড়ে গেছে মাংসের দাম। এই সময় মাংসের দাম বেড়েই যায় জানয়েছেন বিক্রেতারা। তবে এতো কেন দাম সেটাও জানেন না তারা।