বিধাননগর পুলিশ কমিশনারেটের এক শীর্ষকর্তা আক্রান্ত হলেন নোবেল করোনায়
বেস্ট কলকাতা নিউজ : বিধাননগর পুলিশ কমিশনরেটের ট্রাফিক বিভাগের শীর্ষ কর্তা ও পঞ্চসায়র থানার এক এসআই আক্রান্ত হলেন নোবেল করোনায়৷ সূত্রের খবর, কোনও উপসর্গ দেখা যায়নি বিধাননগর পুলিশ কমিশনরেটের ট্রাফিক বিভাগের ওই শীর্ষ কর্তার শরীরে৷তাই তাকে বাড়িতেই রাখা হয়েছে।
এমনকি হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে পুলিশকর্তার সঙ্গে থাকা ড্রাইভার, গার্ড-সহ চারজনকেও।জানা গিয়েছে,ডিসি পদমর্যাদার কোনও পুলিশ অফিসার এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন এই প্রথম।দিন দুয়েক আগেই কলকাতা পুলিশের এক ডিসি’র স্ত্রীও করোনায় আক্রান্ত হন বলেও খবর পাওয়া গেছে৷ বিধাননগর পুলিশ কমিশনরেটের নর্থ থানার বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন এর আগেও৷ এমনকি চিকিৎসা চলছে তাদেরও৷
অন্যদিকে এই পর্যন্ত ৪০০ এর বেশি আক্রান্ত হয়েছিল কলকাতা পুলিশে৷ লালবাজার সূত্রে খবর তাদের মধ্যে ইতিমধ্যেই প্রায় ৩৫০ জনই সুস্থ হয়ে উঠেছেন বলেও৷ এই পর্যন্ত শুধু কলকাতায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪১৮ জন৷ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭,১০৮জন৷