বিধ্বংসী অগ্নিকাণ্ড সল্টলেকের বৈশাখী মলে , আতঙ্ক ছড়ালো আবাসনের বাসিন্দাদের মধ্যে
বেস্ট কলকাতা নিউজ : দুর্গাপুজোর পঞ্চমীতে বিধ্বংসী আগুন লাগলো সল্টলেকের এএমপি বৈশাখী মলে। এই অগ্নি কাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মলে আসা ক্রেতা ও দোকানদারদের মধ্যেও। আগুনের জেরে মলের পাশে থাকা আবাসনেও ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।
মলের বেসমেন্টেই ছিল পার্কিং প্লাজা। আগুন লেগেছে সেখান থেকেই। বেসমেন্ট থেকেই ক্রমাগত আসতে থাকে বিস্ফোরণের শব্দ। দমকলের কর্মীরাও কোনো রকম ভাবে পৌঁছতেই পারেননি বেসমেন্টে।যেহেতু পার্কিং প্লাজা সেহেতু মনে করা হচ্ছে, আগুন আরও বড় আকার নিতে পারে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাশের বৈশাখী আবাসনেও। গোটা এলাকা ঘিরে রেখেছে বিরাট পুলিশ বাহিনীও ।
এই শপিং মলের উপরেও রয়েছে আবাসন। খালি করে দেওয়া হয়েছে শপিং মলটিও।নীচে নেমে আসতে বলা হয়েছে সাত তলা এই বহুতলে থাকা বাসিন্দাদেরও ।একটি পুজো মণ্ডপ রয়েছে শপিং মলের কাছেই । আগুন প্রথম চোখে পড়ে তাদের নজরেই । বেসমেন্টের ভিতরে অনেক গাড়িও রয়েছে। কয়েকটি গাড়িত আগুন লেগে গিয়েছে বলেও জানা গেছে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু। সেখানে দাঁড়িয়ে থেকে গোটা ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করেন তিনি । কিন্তু বেসমেন্টে কেউ ঢুকতে না পারায় বেগ পেতে হয় দমকল কর্মীদেরও।