বিধ্বংসী অগ্নিকান্ড করোনা হাসপাতালে , মৃত হলো কমপক্ষে ৬ জনের
বেস্ট কলকাতা নিউজ : এক ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল গুজরাতের রাজকোট জেলার কোভিড হাসপাতালে।জানা গেছে ওই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে। আপাতত পাওয়া খবর অনুযায়ী, মোট ছ’জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। সর্বপ্রথম এই আগুন লাগে রাজকোটের শিবানন্দ হাসপাতালের আইসিইউতে। মোট ১১ জন রোগী ছিলেন আইসিউতে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ জন রোগীর। এছাড়া মৃত্যু হয়েছে অন্য আরও এক রোগীর ।রিপোর্ট মোতাবেক, সেসময় হাসপাতালে মোট ৩৩ জন রোগী ভর্তি ছিলেন যখন এই আগুন লাগে। দমকলকর্মীরা ঘটনাস্থলে হাজির হয় আগুন নেভানোর জন্য। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই অগ্নিকাণ্ডের জেরে ৬ জনের মৃত্যুর সঙ্গে সঙ্গে এমনকি বেশ কয়েকজন রোগীর শরীর ঝলসে গিয়েছে আগুনের লেলিহান শিখায়। আহত অবস্থায় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদেরকে। এছাড়া ওই হাসপাতালের অন্য রোগীদের স্থানান্তর করা হয়েছে অপর একটি হাসপাতালেও।তবে কীভাবে এই আগুন লাগল, এ বিষয়ে কোনও কিছু এখনও পর্যন্ত জানা যায়নি। এখনই হাসপাতালের আধিকারিকরা আগুন লাগার প্রসঙ্গে মুখ খুলতেও নারাজ। তাঁরা আরও জানিয়েছেন, বর্তমানে বাকি রোগীদের স্থানান্তরিত করা হয়েছে অন্যান্য হাসপাতালেএবং অন্যান্য কাজে মনোযোগ দেওয়া হচ্ছে।পরে অগ্নিকান্ডের কারণ নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে। তবে এখন অবধি পাওয়া তথ্য থেকে মনে করা হচ্ছে, আইসিইউ থেকে হয়েছিল আগুনের প্রাথমিক সূত্রপাত।